Sunday, November 23, 2025

জীবন বলিদান ব্যর্থ যাবে না, শহিদ রাজেশের বাড়ি থেকে বার্তা লকেটের

Date:

লাদাখ সীমান্তে চীন সেনার অন্যায় আগ্রাসন ও কাপুরুষোচিত আক্রমণে ভারতীয় সেনা জওয়ান বাংলা মায়ের বীর সন্তান শহিদ রাজেশ ওঁরার-এর পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁদের পরিজনকে সমবেদনা জানাতে আজ, বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বীরভূমের মহম্মদ বাজারের বাড়িতে যান।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, “এরকম সময় মানসিকভাবে পরিবারের যে পরিস্থিতি হয়, মনের যে পরিস্থিতি হয়, তার জন্য আমরা সকলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।”

শুধু তাই নয়, যে কোনরকম সাহায্যে বীর শহিদ পরিবারের পাশে তাঁরা আছেন বলে আশ্বাস দেন লকেট। তিনি আরও জানান, যাদের জন্য ভারতীয় জওয়ানদের প্রাণ গেল, সেই নির্মম চায়না বা চীনকে তার বর্বরোচিত কাজের উপযুক্ত জবাব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিশ্চয়ই দেবেন বলে তিনি মনে করেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীর জওয়ানদের জীবন বলিদান নিয়ে যাতে কোনওরকম রাজনীতি নয়, এমন আবেদনও জানিয়ে লকেট বলেন, দেশের প্রধানমন্ত্রী চীনকে সমুচিত জবাব দেবেন। তাই ব্যথিত পরিবারের বাড়ি থেকে সকল ভারতীয়কে এক হওয়ায় আহ্বান জানান হুগলির বিজেপি সাংসদ।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও শহিদ রাজেশ ওঁরাও-এর মৃতদেহ তাঁর বীরভূমের বাড়ি এসে পৌঁছায়নি। বীর সেনার মরদেহে আপাতত পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে থাকবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে আগামীকাল নিয়ে আসা হবে তাঁর গ্রামের বাড়িতে।

আরও জানা যাচ্ছে, প্রোটোকল অনুযায়ী রাতে “গার্ড অফ অনার” দেওয়া যায়না। সেই রীতি মেনেই সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল সম্মান জানানো হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহিদের শেষকৃত্য সম্পন্ন হবে। তাই আজ সারারাত তাঁর মরদেহ থাকবে পানাগড় বেসক্যাম্পে থাকবে। সকালে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...
Exit mobile version