কাজ করছে না হোয়াটস অ্যাপ, উদ্বেগে নেটিজেনরা!

হঠাৎ বিশ্বজুড়ে সক্রিয়তা হারালো হোয়াটস অ্যাপ! যার জেরে সমস্যায় কোটি কোটি উজুয়ার। উদ্বেগে নেটিজেনরা।

বিশ্বের সেরা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ভারত-সহ বিশ্বের একাধিক দেশে ব্যবহারকারীরা লাস্ট সিন, স্টেটাস দেখতে পারছেন না। এছাড়া বহু ব্যবহারকারী মেসেজ আদানপ্রদানও করতে পারছেন না বলেও অভিযোগ করেছেন।

অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে #whatsappdown লিখে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন তাঁরা। সকলের দাবি, আজ শুক্রবার রাত ৮:৪০ মিনিট থেকে এই সমস্যা হচ্ছে। ফেসবুক অধিগৃহীত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অবশ্য এখনও এ বিষয়ে মুখ খোলেনি।

Previous articleমোদির দত্তক নেওয়া গ্রামে মানুষ অভুক্ত’, এই খবর করায় FIR সাংবাদিকের বিরুদ্ধে
Next articleব্রেকফাস্ট নিউজ