এবার খুলছে কালীঘাট মন্দির

ভক্তদের আশ্বস্ত করে ১ জুলাই থেকে কালীঘাট মন্দির খুলে যাচ্ছে। দক্ষিণেশ্বর, বেলুড়মঠ খুলে যাওয়ার পর কালীঘাট। তবে কড়া হাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। মন্দির কমিটি শনিবার বৈঠক করে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন…

১. মন্দির সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে

২. মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকবে

৩. মন্দিরে ফুল, মিষ্টি নিয়ে ঢোকা যাবে না

৪. একসঙ্গে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করতে পারবেন না

৫. মন্দিরে প্রবেশ করা হবে ২ নম্বর গেট দিয়ে

৬. মন্দিরে ঢোকা যাবে মাস্ক পড়ে এবং স্যানিটাইজারে হাত জীবাণুমুক্ত করার পরে

Previous article৫৮% আয় কমে বিপর্যস্ত রেল, নেওয়া হচ্ছে ৮ দফার কড়া সিদ্ধান্ত
Next articleকেষ্টর অশোভনীয় আক্রমণ, ওর কথার জবাব দিই না, বললেন দিলীপ