৫৮% আয় কমে বিপর্যস্ত রেল, নেওয়া হচ্ছে ৮ দফার কড়া সিদ্ধান্ত

লকডাউনে বিপর্যস্ত রেল। রেলের আয় কমে গেল ৫৮%। আর তার জেরেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন রেকমন্ত্রী পীযূষ গোয়েল। একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। কী কী সেই সিদ্ধান্ত?

১. সুরক্ষা বাদে সব দফতরের নতুন পদ তৈরি বন্ধ

২. ২ বছরের মধ্যে তৈরি পদে নিয়োগ না হলে সেই পদ তুলে দেওয়ার ভাবনা

৩. যেসব ব্রাঞ্চ লাইনে আয় হয় না সেগুলি বন্ধ করে দেওয়ার ভাবনা

৪. কমিয়ে দেওয়া হচ্ছে রিজার্ভেশন কাউন্টারের সংখ্যা

৫. স্টেশন সাফাই সহ বিভিন্ন ক্ষেত্রে আউটসোর্সিং কমানো হবে

৬.৩১ বছরের পুরনো ডিজেল ইঞ্জিন বিক্রি করে দেওয়া হবে

৭. কর্মীদের গাড়ির ব্যবহার কমাতে হবে

৮. নতুন গাড়ি, আসবাব, কম্পিউটার, প্রিন্টার কেনার উপর নিষেধাজ্ঞা

Previous articleমায়া ক্যালেন্ডারের মতবাদ নিয়ে কী বলছেন রাজজ্যোতিষী অনিমেষ শাস্ত্রী?
Next articleএবার খুলছে কালীঘাট মন্দির