অবশেষে খুলছে তারাপীঠ মন্দির! কবে জানেন?

লকডাউন শিথিল হয়ে শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। সরকারি নির্দেশ, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি মেনে ধীরে ধীরে খুলছে ধর্মস্থানগুলি। কবে খুলবে তারাপীঠ মন্দির, তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল সীমাহীন আগ্রহ। অবশেষে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, শর্ত সাপেক্ষে খুলছে বীরভূমের তারাপীঠ মন্দির। আগামী মঙ্গলবার রথযাত্রার পূর্ণ তিথিতে খুলবে তারাপীঠ মন্দির, সিদ্ধান্ত মন্দির কমিটির।

করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ রয়েছে তারাপীঠ মন্দির। গত ১৯ মার্চ থেকে কোনও ঝুঁকি না নিয়ে বন্ধ করে দেওয়া হয় মন্দির। তখন জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই খোলা হবে মন্দির। তবে তারা মায়ের নিত্যপুজো প্রতিদিনই হচ্ছে মন্দিরে। বন্ধ রাখা হয়েছিল ভক্তদের মাতৃ দর্শন ও পুজো দেওয়া।

Previous article৬ রাজ্যে পরিযায়ীদের জন্য ৫০ হাজার কোটির প্রকল্প ঘোষণা মোদির, তালিকায় নেই বাংলা
Next articleদক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে, জানালো হাওয়া অফিস