তৃণমূল দুর্নীতি বরদাস্ত করবে না : কল্যাণ বন্দোপাধ্যায়

দুর্নীতির অভিযোগে হুগলির চন্ডীতলা ২ ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিং-কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। অভিযোগ ঘূর্ণিঝড় আমফান পরবর্তী অবস্থায় অনৈতিক কাজে যুক্ত হন তিনি। শনিবার দলীয় কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না ।

আমফানের তাণ্ডবে ভেঙে গিয়েছে ঘর। এদিকে প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন প্রধান। বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি এমন বেশ কয়েকটি পরিবার ২০ হাজার টাকা পেয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাও। সদস্যদের অভিযোগ আমফান ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখেন পঞ্চায়েত প্রতিনিধিরা। অভিযোগ ৬টি বুথে টাকা দেওয়া হলেও অনেকেই টাকা পাননি। এ বিষয়ে উপপ্রধান সুব্রত নস্কর মুখ খুলতে চাননি। ঘটনাস্থলে হাজির হন চন্ডীতলা থানার পুলিশ হাজির হয়।

Previous articleঅন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে এবার বিক্ষোভ অশোক হল গার্লস স্কুলের অভিভাবকদের
Next articleটলিউডে স্বজনপোষণ নীতি, শ্রীলেখার অভিযোগ নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা