উপকূলে হাজির সাবমেরিন, উৎস খুঁজতে তৎপর জাপান সরকার

উপকূলে হঠাৎ হাজির সাবমেরিন। অথচ কীভাবে, কোথা থেকে সাবমেরিন তা জানে না জাপান সরকার। জাপানের আমামি আইল্যান্ডের কাছে ওই সাবমেরিন দেখা গিয়েছে। ১৮ জুন জাপানের উপকূলে ওই সাবমেরিন চিহ্নিত করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। এর আগে জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল সাবমেরিন।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী, ওই সাবমেরিন সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন। দেশের প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, সাবমেরিন দেখার পরই কাওয়াসাকি পি -১ মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট, লক হিড পি -৩ অ্যান্টি সাবমেরিন, মেরিটাইম সারভিলিয়েন্স প্লেন ও তিনটি প্যাট্রল শিপ ছুটে যায় ঘটনাস্থলে।

Previous articleসামাজিক দূরত্ব মেনে গারুলিয়া বাবুঘাটে বিশ্বযোগ দিবস পালন
Next article‘সব জীবিকায় আপনি আমি একটু-আধটু নেপো’, নেপোটিজমের অর্থ বোঝালেন রুদ্রনীল