বাংলায় ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়ার লক্ষ্যেই আজ এই যৌথ আলোচনা, মন্তব্য প্রদীপ ভট্টাচার্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ কী জোট বেঁধে লড়বে বাম-কংগ্রেস? যদিও সেই রূপরেখা তৈরি করতেই এখনও চলছে যৌথ মিটিং। আর সেখানেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ  প্রদীপ ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজকে একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা চলছে । রাজ্যে তৃণমূল ও বিজেপি ছাড়া কেউ নেই। কিন্তু সেটা ঠিক নয়। তার বাইরেও বাম-কংগ্রেসের একটা শক্তি আছে । আমরা বাংলার মানুষের কাছে সেটা প্রমাণ করে দেব। সেই কারণেই আজকের যৌথ আলোচনা । দিলীপবাবুরা লোকসভা নির্বাচনে ১৮আসন পেয়েছেন বলে যদি মনে করে থাকেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আসবে সেটা ভুল ভাবছেন । বাংলার মানুষ কে একটা ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়াই আমাদের লক্ষ্য । আর সেটা বাম-কংগ্রেস যৌথভাবে দিতে পারে। ৭৭-এর হিংসা আমরা নিয়ে আসিনি। কারা এনেছিল সেটা সবাই জানেন। কংগ্রেস চিরকালই অহিংসার রাজনীতিতে বিশ্বাসী। বাংলায় ফের সেই অহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

Previous articleরাজ্যের সবুজ সঙ্কেত পেলেই জুলাই থেকে ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা
Next articleঅবসাদে আত্মঘাতী হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং