Saturday, November 8, 2025

এবার ট্রেনে উঠতেও লাগবে বোর্ডিং পাস, সিদ্ধান্ত রেলমন্ত্রকের

Date:

Share post:

টিকিট থাকলেই হবে না, এবার থেকে ট্রেনে উঠতেও লাগবে বোর্ডিং পাস৷ আপাতত প্রয়াগরাজ স্টেশনে চালু হলেও, আগামীদিনে ধাপে ধাপে দেশের প্রতিটি রেল স্টেশনেই এই ব্যবস্থা চালু হবে৷

বিমানবন্দরের কায়দায় রেল স্টেশনের অন্দরে প্রবেশ করতে গেলে আগে নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট বোর্ডিং পাস। সেই পাস দেখিয়েই নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ওঠা যাবে ট্রেনে। গোটা প্রক্রিয়াটিই হচ্ছে সংস্পর্শহীন। দিনকয়েক আগে উত্তর-মধ্য রেল জোনের প্রয়াগরাজ স্টেশনে পাইলট প্রজেক্টের আওতায় যাত্রীদের মধ্যে এই বোর্ডিং পাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল। রেলমন্ত্রকের খবর, মহামারি পরিস্থিতির কথা বিবেচনা করেই আগামীদিনে ধাপে ধাপে দেশের প্রতিটি রেল স্টেশনেই এই ব্যবস্থা চালু হবে৷ রেলমন্ত্রকের বক্তব্য, জানিয়েছে, এর ফলে যেমন ট্রেনের যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখা সম্ভব হবে, তেমনই শারীরিক সংস্পর্শও ন্যূনতম হবে।

স্টেশনে গিয়ে কিভাবে সংগ্রহ করতে হবে এই বোর্ডিং পাস, তা জানিয়েছে রেলমন্ত্রক৷ বলা হয়েছে, স্টেশনে পৌঁছেই যাত্রীকে যেতে হবে বোর্ডিং হলে। যেখানে একাধিক চেক-ইন কাউন্টারের ব্যবস্থা থাকছে। ঠিক যেমন থাকে বিমানবন্দরে। পুরো প্রক্রিয়ায় সম্পন্ন করতে রেল কর্মী এবং যাত্রীর মধ্যে কোনওরকম সংস্পর্শই হবে না।
রেল জানিয়েছে, চেক-ইন কাউন্টারের সামনে থাকবে ওয়েব ক্যাম। মোবাইলে যে টিকিট থাকবে অথবা প্রিন্ট আউট করা যে টিকিট সঙ্গে করে আনবেন যাত্রীরা, কাউন্টারের সামনে রাখা ওয়েব ক্যামে সেই টিকিট স্ক্যান করতে হবে যাত্রীকে। একইভাবে তাঁর কোনও সরকারি পরিচয়পত্রও স্ক্যান করতে হবে। ওয়েব ক্যাম যুক্ত থাকবে টিকিট চেকিং স্টাফের কম্পিউটারের সঙ্গে। স্ক্যানিংয়ের পর সংশ্লিষ্ট যাত্রীর PNR দেখা হবে। সরকারি পরিচয়পত্র এবং PNR দেখার পরই ইস্যু করা হবে বোর্ডিং পাস। বোর্ডিং পাসে উল্লেখ থাকবে ক্লাস, কোচ, সিট নম্বর ও যাত্রীর নাম।

spot_img

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...