ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ২০দিন!

আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর থেকে পেট্রল-ডিজেলের দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না।

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যহতই। এই নিয়ে টানা ২০ দিন। এই কঠিন পরিস্থিতিতে লাগাতার দাম বৃদ্ধিতে নাজেহাল মানুষ।

আজ, শুক্রবার রাজধানী দিল্লিতে পেট্রল বাড়ল লিটার পিছু ২১ পয়সা ও ডিজেল লিটার পিছু ১৭ পয়সা। দিল্লিতে আজও পেট্রলের চেয়ে দামি ডিজেল। নয়াদিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ৮০.১৩ টাকা এবং ডিজেল ৮০.১৯ পয়সা।

পাশাপাশি কলকাতায় আজ পেট্রলের দাম বেড়ে দাঁড়াল লিটার পিছু ৮১.৮২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৭৫.৩৪ টাকা।

Previous articleমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য বেশকিছু স্কলারশিপের সুলুক সন্ধান
Next articleকরোনা আতঙ্ক, ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বরের মন্দির