করোনা আতঙ্ক, ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বরের মন্দির

দীর্ঘ লকডাউনের পর গত দু’দিন খোলার পর ফের বন্ধ করে দিতে হলো হুগলির বিখ্যাত তারকেশ্বর মন্দির। আজ শুক্রবার থেকে মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, নতুন করে করোনা সঙ্কট মাথাচাড়া দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারকেশ্বর মন্দির সংলগ্ন ভঞ্জিপুর, নতুনগ্রাম,হাউলি ও তালপুর এলাকায় নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা। আক্রান্ত হয়েছেন ৯ জন।

এই সমস্ত এলাকা থেকেই সেবায়েত ও ব্যবসায়ীরা মন্দির এলাকায় আসেন। সেই কারণে সতর্কতা অবলম্বন করে মন্দির কর্তৃপক্ষ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য বন্ধ থাকছে শ্রাবণী মেলাও।

Previous articleফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ২০দিন!
Next articleচিনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের প্রশ্নে মোদির বিপক্ষে মত ৬০ শতাংশের!