রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন

নীরবে রাজ্যে পুরসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, রাজ্যের যে সব জেলায় পুরভোট বকেয়া আছে, সেই সব জেলা প্রশাসনকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ১২ জুন রাজ্য নির্বাচন কমিশন সব জেলাকে তথ্য দেওয়ার জন্য বলেছে৷ এই চিঠি পাওয়ার পরেই জেলাগুলিতে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে ওয়ার্ডগুলির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ জেলার নির্বাচন দফতর কোথায় কোথায় হবে, তা ঠিক করার তৎপরতা চলছে। সংক্রমণ নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু স্বাভাবিক করার চেষ্টাও চলছে। সংকট না কাটলেও রাজ্যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে।

মহামারি পরিস্থিতির আগে রাজ্যে পুর নির্বাচনের দামামা বেজে গিয়েছিলো৷ সুষ্ঠুভাবে ভোট শেষ করতে জোরকদমে নেমেও পড়েছিলো কমিশন। ওয়ার্ড ভিত্তিক সংরক্ষণের তালিকাও প্রকাশ করা হয়। বহু ক্ষেত্রে প্রার্থী বাছাই বা নেতারা প্রচারেও নেমে পড়েন। পরে মারণ ভা‌ইরাস সবকিছু স্তব্ধ করে দিয়েছে। এখন জনজীবন কিছুটা স্বাভাবিক হতেই কমিশন নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। রাজনৈতিক মহলের ধারনা, যে কোনও মুহুর্তেই আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷

Previous articleচাপ বজায় রেখে লাদাখ সীমান্তে ৫৪টি মোবাইল টাওয়ার বসাবে ভারত
Next articleসীমান্তে একতরফা উত্তেজনা তৈরি করছে চিন, কড়া মন্তব্য বিদেশমন্ত্রকের