১৪ বছরের সম্পর্কে ফাটল, বদল হতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। স্পনসরের সঙ্গে সমস্যার জেরে জার্সির বদল হতে পারে বলে সূত্রের খবর। ১৪ বছরের পুরনো সম্পর্ক বিসিসআই ও নাইকির। ভারতীয় দলের ক্রিকেটারদের জুতো, জার্সির দায়িত্ব নাইকির। কিন্তু নাইকির সঙ্গে সম্পর্কের এবার ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে, ৪ বছরের চুক্তিতে বোর্ডকে ৩৭০ কোটি টাকা দেয় নাইকি। ম্যাচ প্রতি ৮৫ লাখ টাকা। রয়্যালটি বাবদ ১২ থেকে ১৫ কোটি টাকা।

এদিকে লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে নাইকি। মহামারি পরিস্থিতিতে ভারতীয় দলের ১২টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে সংশ্লিষ্ট সংস্থার। এই অবস্থায় বোর্ড আদৌ চুক্তির মেয়াদ বাড়াবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, নাইকির জায়গায় অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দিতে টেন্ডার ডাকবে বিসিসিআই।

Previous articleত্রাণে দুর্নীতি নিয়ে ২১০০ অভিযোগ! প্রাক্তন মন্ত্রীকে শোকজ করল তৃণমূল
Next articleটেনিস তারকা জোকোভিচের পর তাঁর কোচ ইভানিসেভিচ আক্রান্ত করোনায়