ডেপুটি মেয়র সহ ৪ দলীয় নেতাকে ত্রাণ দুর্নীতির অভিযোগ শোকজ তৃণমূলের

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস। শনিবার প্রাক্তন মন্ত্রীসহ বাঁকুড়া জেলার তিন নেতাকে দুর্নীতির অভিযোগে শোকজ করার পর এবার পশ্চিম বর্ধমান জেলার চার তৃণমূল নেতাকে শোকজ করা হল। দলের তরফে বুঝিয়ে দেওয়া হলো দুর্নীতি করলে এবার আর রেহাই মিলবে না। যদিও বিজেপি বলছে, দলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে এসব নেতাদের দল থেকে তাড়াতে হচ্ছে।

দলের তরফ এদিন শোকজ করা হয়েছে আসানসোলের পুরসভার ডেপুটি মেয়র তবসুম আরা, আসানসোলের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবী খাতুন, আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড কমিটির সভাপতি শংকর চক্রবর্তী, ও দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের নেতা তথা দুর্গাপুর পৌরসভার মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন, কোনওরকমের দুর্নীতি তিনি মাফ করবেন না। একের পর এক পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেস দলের তরফে সেটাই প্রমাণ করে দিচ্ছে।

Previous articleবিজেপি শাসিত রাজ্যে নৃশংসভাবে খুন বিশ্ব হিন্দু পরিষদের নেতা
Next articleঅভিনেত্রী মাহিরা খানের সঙ্গে ফ্লার্ট, শোয়েবকে হাতেনাতে ধরলেন সানিয়া !