অ্যাপ নিষেধাজ্ঞা নিয়ে কী প্রতিক্রিয়া চিনের?

লাদাখ সীমান্তে উত্তেজনার আবহে ভারত সরকার এদেশে চিনা অ্যাপ নিষিদ্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করল বেজিং। সেইসঙ্গে দিল্লির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সোমবারই টিকটক, ইউসি ব্রাউজার সহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এদেশের নাগরিকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেই তালিকায় রয়েছে আলিবাবা, টেনসেন্ট, শাওমির মতো একাধিক সংস্থা। ভারতের এই ‘ডিজিটাল স্ট্রাইক’ চিনা ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী কিনা তার জবাবে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চিন এই ব্যাপারে গভীর ভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন ঝাও।
যে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই সংস্থাগুলির থেকে বিস্তারিত ব্যাখ্যাও তলব করেছে ভারত সরকার।

 

Previous articleবেকার যুবক-যুবতী ও পরিযায়ীদের রাজ্যের বহুমুখী প্রকল্পে যুক্ত করার উদ্যোগে সামিল সোহম
Next articleভয় দেখাতে গাছের ডালে ফাঁসি হনুমানকে, ভাইরাল ভিডিও