ভারতের পর এবার ভুটানের দিকে নজর চিনের

ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে ভুটানের দিকে নজর দিয়েছে বেজিং। ভুটানের সকতেং অভয়ারণ্যকে নিজের বলে দাবি করতে শুরু করেছে চিন।

পরিবেশ নিয়ে ৫৮ তম আন্তর্জাতিক সম্মেলনে সংশ্লিষ্ট এলাকাকে নিজের বলে দাবি করেছে জিংপিং সরকার। তবে ওই সম্মেলনে ভুটানের তরফের সরাসরি কেউ উপস্থিত ছিলেন না। ভারতের তরফে আইএএস অর্পণা সুব্রমনি ভুটানের হয়ে বার্তা দেন।

বেজিং এর বক্তব্য সকতেং অভয়ারণ্য বিতর্কিত এলাকা। ওই অঞ্চল ভুটানের সম্পূর্ণ দখল নেই। এরপরই কড়া বার্তা দেয় থিম্পু। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সকতেং অভয়ারণ্য ভুটানের অবিচ্ছেদ্য অংশ। এতে ভুটানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।

প্রসঙ্গত, সকতেং অভয়ারণ্য আন্তর্জাতিক ফান্ডিং আসার কথা। ওই সম্মেলনে কাউন্সিলের সিংহভাগ সদস্য সংশ্লিষ্ট অঞ্চলে বিশ্ব ব্যাঙ্কের অনুদানের পক্ষে সমর্থন করে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই অনুদানের কথা শুনেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বেজিং।

Previous articleরাহুলের আক্রমণ ভোঁতা করতে তৎপর বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর
Next articleটিকটক ইন্ডিয়ার দাবি, কোনও সরকারের কাছেই তারা তথ্য প্রকাশ করেনি