ইমিউনিটি’ বাড়াতে এবার সরকারি ‘আরোগ্য’ সন্দেশ

এবার বাজারে আসছে’আরোগ্য সন্দেশ’। এই সন্দেশ নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে৷ এমনই দাবি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ণ দফতরের৷ এই দফতরের উদ্যোগেই তৈরি হচ্ছে মহামারি প্রতিরোধকারী ‘আরোগ্য সন্দেশ’। গরুর দুধ, মধু, তুলসি-সহ নানা ধরনের ভেষজ উপাদানে তৈরি হবে এই সন্দেশ। বলা হয়েছে, এই সন্দেশের জন্য ঝড়খালি, পিরখালি অঞ্চলের মধু সংগ্রহ করা হবে । এই মধু ‘আরোগ্য সন্দেশের’ অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হবে। এ ধরনের সন্দেশ শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আগামী ২ মাসের মধ্যে এই সন্দেশ মানুষের কাছে পৌঁছে যাবে।তুলসি, হলুদ, ছোট এলাচ, যষ্ঠি মধু, কালোজিরে, তেজপাতা দিয়ে তৈরি এই মিষ্টি। আয়ুর্বেদ চিকিৎসকদের বক্তব্য, ভাগ ও পরিমান ঠিক রেখে যদি এই ভেষজ মিষ্টি তৈরি হয় তাহলে তা কাজ করবে। তুলসি, যষ্টিমধু, কালোজিরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে৷

Previous articleহাওড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ ২ জুলাই
Next articleজট কাটাতে আজ ফের কমান্ডার পর্যায়ে ভারত-চিন বৈঠক চলছে