তাজমহল, লালকেল্লার দরজা খুলছে ৬ জুলাই, কেন্দ্রের সিদ্ধান্ত

লকডাউনের কারনে টানা প্রায় ৩ মাস বন্ধ থাকার পর এবার খুলছে তাজমহল, লালকেল্লা৷

কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ বা Archaeological Survey of India-র সিদ্ধান্ত, তাঁদের আওতাভুক্ত দেশের সবক’টি সৌধ-ই খুলে দেওয়া হবে আগামী ৬ জুলাই থেকে। সেই মার্চের শেষ থেকে সেগুলি এখনও বন্ধই আছে সৌধগুলি৷ এবার ধীরে তাজমহল, লালকেল্লার মতো সমস্ত সৌধ খুলে দেওয়া হবে। দেশে ASI সংরক্ষিত সৌধের সংখ্যা ৩,৬৯১টি৷ জুনের শুরুতে ধর্মীয় আচার পালন হয় এমন ৮০০টি সৌধ, ইমারত খুলে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। বাকি সৌধ খোলার কথা বৃহস্পতিবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। টুইটারে সে কথা জানিয়েছেন তিনি।
তবে সৌধ খুললেও সমস্ত স্বাস্থ্যবিধি এখানেও মেনে চলতে হবে।

Previous articleএকনজরে বাংলার করোনা আপডেট
Next articleগরু পাচার: তুফানগঞ্জে বিএসএফের তদন্ত ঘিরে উত্তেজনা, রাজুর বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রনাথের