দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার প্রক্রিয়া মুর্শিদাবাদ জেলায়

আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা বলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবার সেই পথে হাঁটলেন মুর্শিদাবাদের তৃণমূল জেলার সভাপতি আবু তাহের খান।সোমবার তিনি জানান, “এই জেলার যারা আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জলঙ্গী ব্লক এলাকায়।” তাঁর কথায়, “ইতিমধ্যেই জেলার সব নেতা-নেত্রীদের জানানো হয়েছে যদি কেউ আমফানের টাকা নিয়ে দুর্নীতি করে থাকে, তাহলে কাউকে রেয়াত করা হবে না।” জেলা সভাপতি আরও বলেন তিনি বিশেষ সূত্রে জানতে পেরেছেন দুর্নীতির প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রাজ্য সরকারকে ফেরত পাঠানো হচ্ছে। এদিকে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে। তাঁর মতে, নির্বাচনী কৌশল নিয়ে শুদ্ধিকরণের চেষ্টা হচ্ছে। একই সুর বিজেপি’র।

Previous articleফের পতন সোনার দামে !  
Next articleদুর্গাপুরে শপিং মল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিল্পপতি !