করোনায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে, আক্রান্ত ২৩ হাজার ছুঁইছুঁই!

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গড়লো বাংলা। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছ রেকর্ড ২২ জন করোনা রোগীর। ফলে এ পর্যন্ত বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৭৯। একইসঙ্গে এই ২৪ ঘন্টায় বাংলায় আরও ৮৬১ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে,।

স্বাস্থ্য ভবনের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তনানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৯৮৭। এই মুহূর্তে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬,৯৭৩। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫২৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫,২৩৫।

Previous articleনেপালের প্রধানমন্ত্রীর ভাগ্য ঝুলে রইল বুধবার পর্যন্ত
Next articleরাজভবনে জন্মদিন পালন: শ্যামাপ্রসাদের আদর্শে রাজ্য চালানোর পরামর্শ রাজ্যপালের