মোহভঙ্গ! তৃণমূলেই ফিরতে চান বিপ্লব মিত্র

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েও দক্ষিণ দিনাজপুর বা রাজ্য কমিটি, কোথাও স্বীকৃতি পাননি বিপ্লব মিত্র৷ বিজেপি’র কোনও সভা-সমাবেশ বা দলীয় বৈঠকেও ডাক পাচ্ছেন না৷

বিজেপি রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। ফলে এই মুহুর্তে বাড়িতেই থাকছেন তিনি। একুশের ভোটের আগে বিপ্লববাবু এখন কার্যত অনেকটাই ব্যাকফুটে।

এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জল্পনা, বিজেপিতে গুরুত্ব না পেয়ে তাহলে কি পুরোনো দলেই ফিরতে চলেছেন বিপ্লব মিত্র ? জানা গিয়েছে, রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বিপ্লববাবুর। তবে তৃণমূলের তরফে এখনও তাঁকে দলে ফেরা নিয়ে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। ঘনিষ্ঠ মহলে বিপ্লব মিত্র নাকি বলেছেন, “বিজেপিতে যোগদানের পর এক বছরে কয়েকটি কর্মসূচিতে ডাক পেয়েছে। এখন আর ডাকে না৷ জেলায় তৃণমূল নিজের হাতে তৈরি করেছি। এখনও আমি তৃণমূলকে ভালবাসি। যদি রাজ্য নেতৃত্ব মনে করে, আমাকে তাদের প্রয়োজন, তাহলে আমি অবশ্যই দলে ফিরবো।” বিপ্লববাবুর এসব কথার অর্থ, তিনি এখন তৃণমূলে ফিরতে চাইছেন। তবে দলের শীর্ষস্তরের সবুজ সংকেত না পেলে ফেরা যে সম্ভব নয়, সেকথাও জানেন৷

Previous articleলাস্যময়ী নারীর ফাঁদ! চিনা রাষ্ট্রদূত কেন সরাসরি নাক গলাচ্ছেন নেপালের রাজনীতিতে?
Next articleকরোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রকের নজরবন্দি বেঙ্গালুরু ও হায়দরাবাদ !