চিনকে রুখতে রাতারাতি পণ্য আমদানি বন্ধ করার দাবি বণিকসভার

চিনকে অর্থনৈতিক দিক থেকে চাপে রাখতে সেখানকার পণ্য আমদানি বন্ধ করার কথা বলা হচ্ছে।‌ বণিকসভা অ্যাসোচেম ১৫টি পণ্য ও কাঁচামাল চিহ্নিত করেছে যেগুলির দিকে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ‌নজর দেওয়া কথা বলা হয়েছে।

তবে আচমকাই এমনটা করলে দেশের ‘সাপ্লাই চেইন’ ব্যাহত হতে পারে। অর্থনৈতিক দিক থেকে ধাক্কা খেতে পারে। সে ব্যাপারে ইতিমধ্যেই সাবধান করেছে রপ্তানি শিল্প, গাড়ি ও তার যন্ত্রাংশ নির্মাতা, ওষুধ, বৈদ্যুতিন পণ্য মোবাইল হ্যান্ডসেট নির্মাতা ইত্যাদি।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই গুলিতে স্বনির্ভর হতেও অন্তত দুই তিন বছর সময় লাগবে। এবং পণ্যগুলির গুণগতমান সেরা হতে হবে এবং অন্যদিকে বিশ্ববাজারে লড়ার জন্য দাম সস্তাও হতে হবে।

Previous articleনন্দীগ্রামে কেন ২৫জনকে সাসপেন্ড করল তৃণমূল?
Next articleমিড ডে মিলের পদ্ধতি মেনে অভিভাবকদের দেওয়া হতে পারে মাধ্যমিকের মার্কশিট