নন্দীগ্রামে কেন ২৫জনকে সাসপেন্ড করল তৃণমূল?

কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। নন্দীগ্রামে ২০০ জন তৃণমূল নেতা-কর্মীকে শোকজের পর এবার সাসপেনশনের চিঠি ধরাল দল। অভিযোগ আমফানের ত্রাণ বিলিতে ব্যাপক স্বজনপোষণ ও দুর্নীতি। মঙ্গলবার ২৫জনকে সাসপেনশনের চিঠি ধরিয়ে বলা হয়, আপাতত এদের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। সাসপেন্ড করা হয়েছে পঞ্চায়েত প্রধান থেকে দলের দু’জন অঞ্চল সভাপতিও রয়েছেন।

Previous articleউত্তর বারাকপুরের কাউন্সিলরকে গুলি করার অভিযোগে গ্রেফতার ৪
Next articleচিনকে রুখতে রাতারাতি পণ্য আমদানি বন্ধ করার দাবি বণিকসভার