এবার চিন থেকে লক্ষ লক্ষ গাড়ি তুলে নিচ্ছে মার্সিডিজ

চিন থেকে প্রায় সাড়ে ছয় লক্ষের বেশি গাড়ি তুলে নেবে মার্সিডিজ সংস্থা। চলতি বছরেই এই কাজ করবে ওই সংস্থা। জানা গিয়েছে, তেল লিক হওয়ার কারণে গাড়িগুলি ফিরিয়ে নেওয়া হবে।

সংস্থা সূত্রে খবর, বেশ কিছু গাড়ি থেকে তেল লিক করছে। গাড়ির হাই প্রেসার ফুয়েল পাম্প এবং লো প্রেসার ফুয়েল পাম্পের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। লো প্রেসার ফুয়েল পাম্প কমজোরি হয়ে পড়ছে। তার ফলেই তেল বেরিয়ে যাচ্ছে। এমনকী কখন এই ঘটনা ঘটছে তা জানতে পারছেন না চালক।

সংস্থার ১২৫০০ গাড়ি তৈরি হয়েছে বেজিং বেঞ্জ অটোমোটিভ কোম্পানিতে। ৩৬০০০ গাড়ি বাইরে থেকে আমদানি করা হয়েছিল। মূলত আমদানি করা গাড়িতে যন্ত্রাংশের সমস্যা দেখা দিয়েছে। গত মাসে বেশ কিছু গাড়ি ফেরত পাঠানো হয়েছে।

Previous articleকল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মীর
Next articleমর্মান্তিক, চাকরি যাওয়ার ভয়ের সঙ্গেই সংক্রমণ, আত্মঘাতী সাংবাদিক