কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক বলে ঘোষণা করল এবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ‘পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, গতকালই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়া যেতে পারে সেপ্টেম্বরের শেষে! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে পরীক্ষার অনুমোদন দিয়েছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অন্যান্য রাজ্যগুলি কী সিদ্ধান্ত নেয় , সেদিকে নজর রাখছে রাজ্য সরকার।

Previous article৪০ শিল্পীতে ছাড় টলিউডে, ঘোষণা মমতার
Next articleবিধানসভায় শ্যামাপ্রসাদ-স্মরণে গরহাজির বিজেপি, উঠছে প্রশ্ন