নীরব মোদির ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মুম্বইয়ের ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি টাকার সম্পত্তি বুধবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বুধবার ইডি সূত্রে জানানো হয়েছে।
গত ৮ জুন ইডি-কে মুম্বইয়ের বিশেষ আদালত ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল।
ইডি জানিয়েছে, ২০১৮ সালের এফইও আইন অনুসারে ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত নীরব মোদির ২৩৪৮ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
নীরব মোদি এবং তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ২০০ কোটি ডলার ঋণখেলাপের অভিযোগ রয়েছে৷ যে সম্পত্তিগুলি এবার বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে মুম্বইয়ের ওরলির একটি বিখ্যাত বহুতলের চারটি ফ্ল্যাট, আলিবাগে সমুদ্রের পাড়ে একটি ফার্ম হাউজ এবং জমি, জয়সলমীরের একটি উইন্ড মিল, লন্ডন এবং ইউনাইটেড আরব এমিরেটস-এর দু’টি ফ্ল্যাট, ব্যাংকে গচ্ছিত টাকা এবং শেয়ার৷
বর্তমানে লন্ডনে জেলবন্দি রয়েছেন নীরব মোদি৷ ভারতে প্রত্যার্পণ আটকাতে আইনি লড়াই চালাচ্ছেন এই ব্যবসায়ী৷

Previous article“নেতা কাকে বলে তুমি দেখিয়ে দিয়েছো”, জন্মদিনে মহারাজকে কুর্নিশ যুবরাজের
Next articleমহামারি সন্দেহে যুবকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে নিয়ে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ