মহামারি সন্দেহে যুবকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে নিয়ে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

বেহালার ঠাকুরপুকুরে এক বেসরকারি হাসপাতালে করোনা সন্দেহে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যু। আর তা নিয়ে এলাকায় উত্তেজনা। যুবকের নাম অনিকেত দাস। বয়স ২১ বছর। মৃতের পরিবারের দাবি, আজ বুধবার দুপুরে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করে।

যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ বাড়ির লোক স্থানীয় এক হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

মৃতের দিদির দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাঁর ভাই জীবিত ছিল। কিন্তু করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের চিকিৎসকরা সেভাবে দেখেনি তাকে। দীর্ঘক্ষন বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় ওই যুবককে। এরপর ওই যুবকের মৃত্যু হয়।

বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ওই যুবকের পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার পুলিশ। পূর্ণ তদন্তের আশ্বাসে শান্ত হোন পরিবারের লোকজন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঠাকুরপুর থানার পুলিশ।

Previous articleনীরব মোদির ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Next articleবলিউডের ‘সুরমা ভোপালি’ অভিনেতা জগদীপ প্রয়াত