ব্রিটেনের সংবাদমাধ্যমেও কোপ,  দেদার কর্মী ছাঁটাই

এবার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করল ব্রিটেনের সংবাদমাধ্যম। বর্তমান পরিস্থিতিতে ডেইলি মিরর, ডেইলি এক্সপ্রেস ও ডেইলি স্টার পত্রিকা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, বিক্রি কমে যাওয়ার জেরে সাড়ে পাঁচশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

১৯০৩ সালে যাত্রা শুরু করে ডেইলি মিরর। শতবর্ষ পুরনো এই সংবাদ মাধ্যমের বিশ্বজোড়া খ্যাতি। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন সংবাদমাধ্যমের বিক্রি এবং বিজ্ঞাপন কমে গিয়েছে। সিইও জিম মুলেন জানিয়েছিলেন, ফলে আয় প্রায় ৩০ শতাংশ কমেছে। যার জেরে ১২ শতাংশ কর্মী ছাঁটাই করতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে নয়, গত বছরও প্রতিষ্ঠানের আয় ১৩ শতাংশ কমেছিল। সেই সময় কোন রকমে ধাক্কা সামলে নেয় কর্তৃপক্ষ।

Previous article“বলো হরি বোল”! লকডাউন নিয়ে কেন্দ্র-রাজ্য আঁতাতের অভিযোগে অভিনব প্রতিবাদ কংগ্রেসের
Next articleBig Breaking: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের