SBI-গ্রাহকদের বড় স্বস্তি! ফের কমল ঋণে সুদের হার

ঋণের উপর সুদ কমার কথা ঘোষণা করল এসবিআই৷ স্টেট ব্যাঙ্ক MCLR ০.০৫ থেকে ০.১০ শতাংশ কমাচ্ছে৷

এই নয়া রেট ১০ জুলাই থেকে লাগু হবে৷ জুনেও MCLR কমিয়েছিল এসবিআই৷ এই ১৪ বার MCLR রেট কমালো এসবিআই৷ এছাড়া এসবিআই তাদের বেস রেটও কমিয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। এর ফলে গৃহঋণের ইএমআই খানিকটা কমবে৷ তবে সুদ কমার এই লাভ নতুন গ্রাহকরাই পাবেন, যাঁরা ২০১৬ সালের এপ্রিলের পরে ঋণ নিয়েছেন৷ তার আগে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁরা সুবিধা পাবেন না৷

Previous articleকন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী মা! বারাকপুরে জোড়া মৃত্যু নিয়ে ঘণীভূত রহস্য
Next articleসেনাবাহিনীতে নিষিদ্ধ হলো ৮৯টি অ্যাপ, কেন?