তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে সিপিএমকে কার্যত ক্লিনচিট দিলীপের

পশ্চিমবঙ্গে নতুন করে লকডাউন লাগু নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই নিয়ে ৩ বার তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

শুধু চিঠি দেওয়াই নয়, পাশাপাশি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “সিপিএম আমলে কতগুলো দুর্নীতি হয়েছে? ওদের কত জনকে সিবিআই-ইডি ডেকেছে? এখন যারা ক্ষমতায় আছে, তাদের মন্ত্রী থেকে দলের সব নেতাকে বিভিন্ন দুর্নীতির দায়ে সিবিআই-ইডি তলব করছে। মানুষ সব দেখছে। সব বুঝছে।”

রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, “এই তো তৃণমূল নেতারা আমফান-করোনা নিয়ে কত কোটি কোটি টাকা নয়ছয় করছে। তৃণমূলের নেতাদের যখন-তখন ভুবনেশ্বরে প্যারেড করতে যেতে হয়। এরা এতটাই দুর্নীতিবাজ, যে তৃণমূলের নেতাদের গ্ৰামে গেলে তাদের ঘেরাও হতে হয়। সিপিএমের আমলেও এমন দেখা যায়নি”।

Previous articleবর্ণবৈষম্য নিয়ে তোপ দাগলেন হোল্ডিং ও নাসের
Next articleব্রেকফাস্ট নিউজ