” সৌরশক্তি একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে “: মোদি  

এশিয়ার সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার রেওয়া সোলার প্লান্ট উদ্বোধনে বক্তৃতা দিলেন তিনি। এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্পের উদ্বোধনে মোদি বলেন, সোলার পাওয়ার সুরক্ষিত, নিশ্চিত ও খাঁটি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্লান্টের উদ্বোধন করেন। ইতিমধ্যেই জানানো হয়েছে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ টন কার্বন-ডাই অক্সাইডের নির্গমন কমাবে এই প্লান্ট।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “সৌর শক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত।”

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, রেওয়া ইতিহাসের পাতায় জায়গা করে নিল। মূলত, রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। কিন্তু আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও এই নামে যুক্ত হল।

পাশাপাশি মধ্যপ্রদেশ ও ওই এলাকার বাসিন্দাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এই প্লান্ট উদ্বোধনের সময় মধ্য প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

Previous articleভ্যাকসিন-ট্রায়ালে ডাক পাওয়া শিক্ষকের দাবি, অতীতের ঘটনা মিটে গিয়েছে
Next articleপুলিশের জালে বিকাশের স্ত্রী-পুত্র: এবার কি তাদের পালা?