বিকাশকে এনকাউন্টারে খুন করা হতে পারে! বৃহস্পতিবার দুপুরেই সুপ্রিম কোর্টে জমা আবেদন!

আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল, কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবেকে ভুয়ো এনকাউন্টার খুন করা হতে পারে। তাই তার নিরাপত্তা সুনিশ্চিত করুক সর্বোচ্চ আদালত। এই আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই কানপুরের পথে এনকাউন্টারে খুন বিকাশ। পুলিশের দাবি গাড়ি উল্টে যাওয়ার পর পুলিশের রিভলবার কেড়ে নিয়ে আক্রমণ করেছিল বিকাশ। পালাতে চেষ্টা করেছিল। গুলি চালিয়েছিল। তাকে বাধা দিতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

ঘনশ্যাম উপাধ্যায় নামে এক ব্যক্তি সুপ্রিম কোর্টে এই আবেদন করেছিল। তার আশঙ্কা ছিল বিকাশকে মেরে ফেলা হবে সাক্ষী সরাতে। বিকাশকে যে শাস্তিই দেওয়া হোক তা যেন আইনি পদ্ধতিতে দেওয়া হয়। একই সঙ্গে বিকাশের ৫ সহযোগীকে খুন এবং বাড়ি ভাঙচুরের সিবিআই তদন্ত চেয়েছিল ঘনশ্যাম। জরুরিভিত্তিতে আলোচনা চাওয়া হয়েছিল কিন্তু তার আগেই এনকাউন্টার মৃত্যু। ঘনশ্যাম বলেন, জঘন্য কাজ করেছে বিকাশ দুবে আর তার সাগরেদরা। আইন মেনেই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারণ ভারত গণতান্ত্রিক দেশ। মামলা দায়ের করা, তদন্ত করা, প্রমাণ জোগাড় করে আদালতে চার্জশিট দেওয়া পুলিশের কাজ। আর আদালতের দায়িত্ব তাকে শাস্তি দেওয়া। তাকে তাড়া করে বেড়ানো, লোক দেখানো এনকাউন্টারে হত্যা করা কখনই সমাধান হতে পারে না।

Previous article“বিকাশ দুবে নয়, হত্যা করা হয়েছে বিচার ব্যবস্থাকে”, এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মহুয়া
Next articleকোয়ারেন্টাইন সেন্টারে মহিলার শ্লীলতাহানিকে কেন্দ্র করে রণক্ষেত্র ঢোলাহাট