আইএএস-আইপিএসদের কর্তব্য পালনের বার্তা রাজ্যপালের

এবার আইএএস-আইপিএসদের কর্তব্য পালনের বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেল রাজ্যপাল আইএএস-আইপিএস কী কী বিষয় অবশ্য পালনীয়:

• রাজনৈতিক নিরপেক্ষতা

• দায়িত্ব এবং স্বচ্ছতা

• সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় নিজের সবটুকু উৎসর্গ করা

• আইন, নিয়ম, বিধির বাইরে কোনও কিছু করার থেকে নিজেদের বিরত রাখা

• কর্তব্য পালনে শৃঙ্খলারক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে নিজের সবটুকু উজাড় করা

রাজ্যপাল হিসেবে নিয়মভঙ্গের বিষয়ে তিনি চিন্তিত বলে জানিয়েছেন ধনকড়। এইসব বিষয়ে আইএএস-আইপিএসদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে বারবারই বিরোধিতায় সরব হয়েছেন জগদীপ ধনকড়। শনিবারে বিধাননগরের পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রদবদলের বিষয় খবর সামনে এসেছে। এই প্রেক্ষিতে রাজ্যপালের এইট উল্লেখযোগ্য বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

 

Previous articleসেনার সাফল্য: গুলিতে খতম ২ জঙ্গি
Next article‘মোহনবাগানের ছেলে’র পাশে ইস্টবেঙ্গলের কর্মকর্তা