চিকিৎসায় অবহেলা, উডল্যান্ডস হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা

অবহেলায় মৃত্যু। যার জেরে কলকাতার উডল্যান্ডস হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল স্টেট রেগুলেটরি কমিশন। মা হারা তিনি শিশুর নামে এই টাকা ফিক্সড করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের তরফে।

গত জুলাই মাসে অস্ত্রোপচার করে সন্তান জন্ম দেওয়ার পর মৃত্যু হয় পৌলমী সান্যালের। এর এক মাসের মাথায় একইভাবে মৌসুমী দাসের মৃত্যু হয়। মৃতের পরিবার হেলথ রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয়। দীর্ঘ এক বছর ধরব শুনানি চলে। তথ্য ও সাক্ষ্য দেখা ও শোনার পর কমিশন তার রায়ে স্পষ্ট জানায়, গাফিলিতি ছিল হাসপাতালের। ৭৪ পাতার রায়ে নির্দেশ, মৌসুমী দাসের যমজ সন্তানকে ২.৫০ লক্ষ টাকা করে এবং পৌলমী সান্যালের সন্তানকে ৫লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দিতে হবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তারা টাকা তুলতে পারবে। ব্যাঙ্কের সমস্ত নথি পৌলমীর স্বামী জয়ন্ত ও মৌসুমীর স্বামী সুশোভনকে জমা দিতে বলা হয়েছে। বিচার পাওয়ার পর কিছুটা হলেও খুশি দুই পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ মেনে নেবে না আদালতে যাবে, তা এখনও জানা যায়নি।

Previous articleবৃহস্পতিবার ফল প্রকাশ, ঘোষণা মাদ্রাসা শিক্ষা পর্ষদের
Next articleচিনের জেট-১৯ অ্যাটাক কপ্টারের চেয়েও শক্তিশালী ‘রুদ্র’ ভরসা দিচ্ছে ভারতীয় বায়ুসেনাকে