বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের নির্দেশ প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

চাপের মুখে পড়ে এবার ট্রাম্প প্রশাসন প্রত্যাহার করল বিতর্কিত নির্দেশ। কয়েকদিন আগে বলা হয়েছিল, আমেরিকায় থেকে বিদেশি পড়ুয়ারা অনলাইন ক্লাস করতে পারবেন না। যেসব বিদেশি পড়ুয়ারা অনলাইনে ক্লাস করছেন, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার ভিসা প্রত্যাহার করা হবে এবং তাঁরা নিজেদের দেশে ফিরে গিয়ে অনলাইনে ক্লাস করতে পারবেন। নয়তো শারীরিকভাবে উপস্থিত থাকা যাবে এমন কোনও কোর্স বাধ্যতামূলক।

অন্যদিকে, মার্কিন বিদেশমন্ত্রকও জানিয়েছিল যে, “অনলাইনে কোর্স করা শিক্ষার্থীদের ভিসা তাঁরা প্রত্যাহার করে নেওয়া হবে। এমনকী ভবিষ্যতেও ওই পড়ুয়াদের আর ভিসা দেওয়া হবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যাতে এই সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, সেই কারণে আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বোস্টন ফেডারেল মামলা দায়ের করেছিল। সংশ্লিষ্ট মামলার আবেদনে বলা হয়, মার্কিন সরকার প্রশাসনিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে। এই আইন রূপায়নের যুক্তিগত কারণও তারা দেখাতে পারেনি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হল হোয়াইট হাউসকে।

Previous articleচির বিদায়: বাবা-মায়ের উপস্থিতিতে শেষকৃত্য শুভ্রজিতের
Next articleএবার বিধানসভায় করোনার হানা