চির বিদায়: বাবা-মায়ের উপস্থিতিতে শেষকৃত্য শুভ্রজিতের

কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে রেফার-চক্রে মৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের শেষকৃত্য হল বুধবার সন্ধেয়। ময়নাতদন্তের পরে বাবা-মায়ের উপস্থিতিতে শেষকৃত্য হয়। সেই সময় কান্নায় ভেঙে পড়েন শ্রাবণী ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, “জোর করে হাসপাতালে ভর্তি করলাম। জোর করে ময়নাতদন্ত করলাম। যাঁদের জন্য আমার কোল খালি হল তাদের ছাড়ব না”।
বুধবার, দুপুর ১২ টা থেকে কলকাতা পুলিশে মর্গের সামনে দাঁড়িয়ে ছিলেন শুভ্রজিতের বাবা-মা। সাড়ে তিনটের পর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পুলিশের শববাহী গাড়িতে করে মৃতদেহ পৌঁছোয়। এরপর হাইকোর্টের নির্দেশ মেনে আগে বাবা-মাকে শুভ্রজিতের দেহ দেখিয়ে ময়নাতদন্তের কাজ শুরু হয়। তার ভিডিওগ্রাফিও হয়। এরপরে সন্ধেয় দেহ সৎকার করা হয়।

Previous articleঅশরীরী নয়, নিউ আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যুতে মায়ের প্রেমিকই “ছদ্মবেশী ভূত”?
Next articleবিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের নির্দেশ প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের