দেখে নিন উচ্চমাধ্যমিকের সম্ভাব্য স্থানাধিকারীদের নাম

প্রথম স্থান অধিকার করেছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়, বড় জোড়া হাই স্কুলের ছাত্র গৌরব মণ্ডল, কেন্দুয়াডিহি হাই স্কুলের অর্পণ মণ্ডল, হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দ্যোপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৯।

দ্বিতীয় স্থানে রয়েছে করোনেশন হাইস্কুলের ছাত্র জয় মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নীলাব্জ দাস, যোধপুর পার্ক বয়েজের গৌরব মাইতি। বনগাঁ হাইস্কুলের দেবার্ঘ্য চক্রবর্তী, অণ্ডা হাইস্কুলের রিয়া দত্ত, নব নালন্দা শান্তিনিকেতন স্কুলের রৌনক সাহা, বালুরঘাট হাই স্কুলের ছাত্র সৌগত সরকার, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এর ছাত্র অনীক জানা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮।

তৃতীয় স্থানে রয়েছে নব নালন্দা হাই স্কুলের ছাত্র সৈকত দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এর ছাত্র রাহুল মজুমদার, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের সারন্যা ঘোষ, সাতগাছিয়া হাই স্কুলের শীর্ষেন্দু সাহা, কাজলাগড় এম এস বি সি এম হাই স্কুলের সায়নী মহাপাত্র, তরঙ্গপুর এন কে হাই স্কুলের মীরা দেব শর্মা, অণ্ডা হাইস্কুলের শিল্পা দত্ত, সিমলাপাল মদনমোহন হাইস্কুলের রূপ সিংহ বাবু এবং মৌ দাস মোহন্ত, চাংডবা হাই স্কুলের সায়ন চক্রবর্তী, চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এর স্বরজিৎ ধর, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির এর প্রথম সাহা চৌধুরী, বালুরঘাট হাই স্কুলের দিব্যজ্যোতি ভট্টাচার্য, বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় এর তানিশা বসাক। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৭।

চতুর্থ স্থানে রয়েছে জেনকিনস স্কুলের ছাত্র কৃষ্টিধর পন্ডিত, টাকি বয়েজ হাই স্কুলের ছাত্র শঙ্খদীপ ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশন বয়স হোম হাইস্কুলের স্বৌজস হালদার, আবির শিকদার, অভ্রদীপ কুণ্ডু, সমাপন কর, অভিনন্দন মণ্ডল, সৃঞ্জয় চৌধুরী, কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র দেবাঞ্জন জানা, দেউলী আদর্শ বিদ্যাপীঠ এর সুস্মিতা জালুয়া, রাজকুমারী সান্তনাময়ী গার্লস স্কুলের শর্মিন আখতার খান, দক্ষিণ ময়না হাই স্কুলের অনুপম পাঁজা, বকুল বালাই চন্দ্র বিদ্যাপীঠ এর অভিনব পাহাড়ি, হাওড়া জেলা স্কুলের আরনি বন্দোপাধ্যায়, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের শুভাশিস দাস, এ সি ইনস্টিটিউশনের নবারুণ সরকার, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সোহম পাল, গড় রায়পুর হাই স্কুলের সুমন দে, সিমলাপাল মদনমোহন হাইস্কুলের জয়দেব মান্না, খাত্রা হাইস্কুলের বর্ণালী চক্রবর্তী, রামপুরহাট গার্লস হাই স্কুলের মঞ্জিমা মণ্ডল, আরামবাগ হাইস্কুলের শিবম ফরিকাল, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী সহেলী মণ্ডল, উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুলের সপ্তর্ষি হালদার, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির এর অরিন হালদার, পাঠভবন ডানকুনির অঙ্কুর মণ্ডল, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সম্প্রীত চক্রবর্তী, শেখ অয়ন হামিম, বালুরঘাট হাই স্কুলের সৌরভ পাল, অভীক ভৌমিক। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

৪৯৫ পেয়ে পঞ্চম স্থানে আছে হেয়ার স্কুলের অরুণ সৌম্য বসু, বারুইপুর হাই স্কুলের পার্থিব দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এর অর্চিষ্মান সাহা, বেরি গোপালপুর আদর্শ বিদ্যালয়ের সুপর্ণা খাতুন, কন্টাই হিন্দু গার্লস স্কুলের সুচরিতা চরণ, কন্টাই মডেল ইনস্টিটিউশন এর উদয় শংকর রথ, কন্টাই ক্ষেত্রমোহন বিদ্যাভবন এর শাশ্বত জানা, কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন এর সায়ন কুমার মাইতি, জলপাইগুড়ি জেলা স্কুলের মৃন্ময় মণ্ডল, এ সি ইনস্টিটিউশনের নারায়ন সরকার, পোপরা ঈশ্বর্লাল হাই স্কুলের প্রাণ গোবিন্দ মণ্ডল, স্প্রিংগলডেল হাই স্কুলের পৌষালী সরকার, কালীনারায়নপুর আদর্শ বিদ্যালয় এর প্রিয়া গায়েন, হুরা হাইস্কুলের সায়ন কর, বাঁকুড়া জেলা স্কুলের সপ্তর্ষি পাল, বাঁকুড়া গার্লস হাই স্কুলের মধুরিতা বেরা, হার্মসরা হাইস্কুলের সায়ন সৎপতি, সিমলাপাল মদনমোহন হাইস্কুলের অনুভব পাণ্ডা, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর লোপামুদ্রা পাত্র, পারমিতা পাত্র, সৌরভ সিনহা, কৃষ্ণপুর গোহাল ডাঙ্গা এস এস হাই স্কুলের সাথী সাইন, গুরাপ আর কে ইনস্টিটিউশন এর অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, জনাই ট্রেনিং হাইস্কুলের নিরঞ্জনা ঘোষ, উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুলের প্রিয়তোষ জানা, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় অঙ্কিতা দাস, এম সি উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অধিরাজ কর্জি।

ষষ্ঠ স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৪৯৪। এই তালিকায় রয়েছে অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুলের ঋত্বিকা তিওয়ারি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অঙ্কন পাল, হলি চাইল্ড ইন্সিটিউট গার্লস সেকেন্ডারি স্কুলের সোমদত্তা মজুমদার, নব নালন্দা হাই স্কুলের প্রিয়দীপ বসু এবং সৌষ্ঠব ভক্ত, বুরুল গার্লস হাই স্কুলের ইয়াসমিনা খাতুন, সারদা বিদ্যাপীঠ এর হৃষিকেশ দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এর সোমেশ্বর মুখোপাধ্যায় এবং স্বস্তিক দাস, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের সুমন পাল, হাবরা কামিনী কুমার গার্লস হাইস্কুলের সোহিনী দে, বর্ধমান টাউন স্কুলের নীলাঞ্জন অধিকারী, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ফারহানা ইয়াসমিন, হরিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের দেবজ্যোতি পাত্র, মঙ্গলামারো মঙ্গলা একাডেমির সায়ন মাইতি, বকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ এর অনুভব সামন্ত, বৈরাতিগুড়ি হাই স্কুলের অরুনিমা সরকার, জলপাইগুড়ি গভর্মেন্ট গার্লস হাই স্কুলের সমৃদ্ধি গুহ, ইসলামপুর গার্লস হাইস্কুলের রুপালি বিশ্বাস, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র এর অনুভব সাহা, বরুনা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠের গৌতমি পাহান, বার্লো গার্লস হাই স্কুলের স্নেহা সাতিয়ার, ইসলামগঞ্জ হাই মাদ্রাসার বৈজয়ন্ত ভট্টাচার্য, স্প্রিংগলডেল হাই স্কুলের শঙ্খনীল চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন হাই স্কুলের বারিশ সরখেল, বাঁকুড়া জেলা স্কুলের অনমিত্র মুখোপাধ্যায়, কোতালপুর হাই স্কুলের সোহম চট্টোপাধ্যায়, পাত্রসায়র বামিরা গুরুদাস ইনস্টিটিউশনের বৃষ্টি পাঠক, শাশপুর ধীরেন্দ্রনাথ সিংহ ইনস্টিটিউশনের প্রিয়া সাম, রাহুল ঘোষ, বিশ্বজিৎ নাগ, মাঠগরা হাইস্কুলের স্বাগতা মণ্ডল, রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর কৃষ্ণ চরণ মৌলিক, সাঁইথিয়া টাউন হাই স্কুল এর অঙ্কেশ বন্দোপাধ্যায়, মারগ্রাম হাই স্কুলের প্রকাশ মণ্ডল, জোতি কমল হাইস্কুলের স্বাগতা দাস, আরামবাগ হাইস্কুলের স্নেহাশীষ কর্মকার, হুগলি কলেজিয়েট স্কুলের অনুভব দাশগুপ্ত, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের সর্জিতা পাত্র, সুরেন্দ্রনাথ বিদ্যা নিকেতনের আকাশ মুখোপাধ্যায়, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এর ঐশিক মুখোপাধ্যায়, নিমপুরা আর্য বিদ্যাপীঠ এর অনন্যা ভৌমিক, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এর সৌগত মাঝি, শ্রী নরসিংহ বিদ্যাপীঠ এর সায়ন্তিকা রায়, কামাখ্যাগুড়ি হাই স্কুলের ময়ূখ নন্দী।

Previous articleবীরভূমের বিশিষ্টজনদের তালিকায় মমতার নাম উল্লেখ রাজ্যপালের
Next articleজনসংযোগ না লড়াইয়ের হাতিয়ার? দিলীপ এবার নামলেন ই মেল লড়াইয়ে