করোনা আবহে জনসংযোগে নয়া পদক্ষেপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্য সরকারের দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে তিনি এবার ইমেল অভিযোগ খুললেন। ইমেল অ্যাড্রেসও মনে রাখার মতো, durnitirbirudhhe@amaderdilipda.in । কেন এই মেল? দিলীপের দাবি, রাজ্য নৈরাজ্যের আখড়া। খুন, সন্ত্রাস, ধর্ষণ, তোলাবাজি। চাই প্রতিকার, প্রতিরোধ। এরজন্য মানুষ আমাকে পরামর্শ দিন। ইমেল পাঠান। মানুষই আমাকে পথ দেখাবেন। এদিন পুরুলিয়া জেলার সাংগঠনিক বৈঠক এবং ঝাড়্গ্রাম জেলার পদাধিকারী ও মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠকের মাঝেই দিলীপ বলেন, মানুষই তুলে আনবেন দুর্নীতির কথা। আর ভারতীয় জনতা পার্টি প্রত্যেককে ন্যায় বিচার দেবে।


