ভাইরাস আক্রান্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ১৮ জন, কাজ বন্ধ

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গে কর্মরত ১৮ জন ভাইরাস আক্রান্ত। এর জেরে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কেএমআরসিএলের মূল অফিস বন্ধ করে দেওয়া হল। আপাতত ওই অফিস স্যানিটাইজ করা কাজ হবে। একই সঙ্গে কার্যালয়ের কর্মীদের নমুনা পরীক্ষা করা হবে।
কর্মরত কর্মীদের লালারস পরীক্ষা হয়। যাঁদের ধরা পড়েনি তাদের রাখা হয় কোয়ারেন্টাইনে। এরপর নিয়ম মেনেই আগামী ২৩ তারিখ থেকে কাজ শুরু হবে বলে সূত্রের খবর।
