পাক আধিকারিকের অনুপস্থিতিতে কনসুলার অ্যাকসেসের অনুমতি কুলভূষণ যাদবকে

কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান। এই নিয়ে তৃতীয় বার কনসুলার অ্যাকসেস দেওয়া হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন কনসুলার অ্যাকসেসে কোনও পাক আধিকারিক উপস্থিত থাকবেন না।

এর আগে দ্বিতীয়বার এই অ্যাকসেসের সময় ভারত অভিযোগ করে, পাকিস্তান আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানছে না। আন্তর্জাতিক আদালত শর্তহীন ও প্রভাবমুক্ত কনসুলার অ্যাকসেস দেওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তানকে। অবশেষে কেন্দ্রের চাপের কাছে নতিস্বীকার করল ইমরান সরকার। জুলাই মাসের শুরুর দিকে পাকিস্তান জানায় যাদবের জন্য ফের কনসুলার অ্যাকসেস দিতে তৈরি তারা। ভারতের পক্ষ থেকে নিঃশর্ত ও অব্যাহত অ্যাকসেস চাওয়া হয়।

Previous articleবাংলার যুবশক্তির দ্বিতীয় পর্যায়ের সূচনা অভিষেকের
Next articleএবার সুরজেওয়ালার বিরুদ্ধে এফআইআর বিজেপির