অবসরপ্রাপ্ত অফিসারকে ৩ বছর পর ফের সচিব মর্যাদায় নিয়োগ, নবান্নে বিতর্ক

নবান্নজুড়ে বিতর্ক ৷

প্রায় ৩ বছর আগে কৃষি দফতরের অধিকর্তার পদ থেকে অবসর নেওয়া এক আধিকারিককে ফের ২ বছরের জন্য কৃষি দফতরে OSD বা ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ হিসেবে নিয়োগ করলো রাজ্য সরকার। কৃষি দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি সচিব পদের সমান।
এই প্রথম কৃষি সচিবালয়ে সচিবের সম-মর্যাদার পদে এমন একজন অফিসার এলেন, যিনি IAS বা WBCS নন। কৃষি দপ্তরের প্রধান সচিব হিসেবে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার IAS অফিসার আছেন। তা সত্ত্বেও সচিবের সম-মর্যাদার পদে কৃষি সার্ভিসের ৩ বছর আগে অবসর নেওয়া এক অফিসারকে কেন আনা হলো, তা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে।অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ৩ বছর বাদে ফের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ঘটনায় বিতর্কও শুরু হয়েছে।
সরকারি সূত্রে বোঝানো হচ্ছে, দফতরের কাজে সমন্বয় বাড়তেই একজন অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত অফিসারকে আনা হলো৷

Previous articleপরীক্ষা নিতে চায় সিংহভাগ বিশ্ববিদ্যালয়, বিবৃতি জারি করে দাবি ইউজিসি-র
Next articleশুধু সিইএসসি নয়, লুঠ চালাচ্ছে এসইবিও, ক্ষুব্ধ সুজন