বিলে টাকার অঙ্ক দেখে ভিরমি খাচ্ছে মানুষ, বাড়তি চার্জ করছি না বলে সাফাই সিইএসসি-র

মারণ ভাইরাস-লকডাউন সংকটকালে গ্রাহকদের ঘরে সিইএসসি-র বাড়তি বিলের অভিযোগ করছেন বহু মানুষ। বিদ্যুৎমন্ত্রী, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের মাথায় হাত সিইএসসি বিলে টাকার অঙ্ক দেখে।

সিইএসসি বিজ্ঞাপনে সাফাই দিচ্ছে-

▪️কোভিড‌ সমস্যায় লকডাউন পিরিয়ডে দু’মাস যা বিদ্যুৎ ব্যবহার হয়েছে তার থেকে কম বিল করা হয়েছিল।

▪️এ মাসে যত বিদ্যুৎ ব্যবহার হয়েছে, তার সঙ্গে গত দু’মাসের অনাদায়ী পাওনা যোগ করা হয়েছে।

▪️ গ্রাহকদের সুবিধার জন্য ইচ্ছা করলে কিস্তির সুবিধা নিতে পারেন- এখন ৫০% এবং পরের দু’মাস ২৫%।

▪️আশ্বস্ত থাকতে পারেন, স্ল্যাবের সব সুবিধা বিলে দেওয়া হয়েছে।

Previous articleভাইরাস আক্রান্ত প্রাক্তন গোয়েন্দা প্রধান, মৃত্যু স্ত্রীর
Next articleকর্মীদের ৫বছর বিনা বেতনে ছুটি: এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন ডেরেকের