কেন্দ্রের দাবিকে উড়িয়ে দিয়ে ‘গোষ্ঠী সংক্রমণ’ তত্ত্ব মেনে নিল আইএমএ

করোনা সংক্রমণে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মেনে নিল দেশে চিকিৎসকদের সবচেয়ে সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আইএমএ-এর এই দাবি মানতে নারাজ । যেখানে আইএমএ বলছে গোষ্ঠী, সেখানে তাদের দাবিকে উড়িয়ে দেওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন্দ্র কোথাকার কে হরিদাস? কোন তথ্যের ভিত্তিতে কেন্দ্র ‘না’ বলছে?
সংক্রমণ কালই ১০ লক্ষের গণ্ডি টপকেছিল। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে নতুন করে ৩৪ হাজার ৮৮৪ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে , দেশে এখন দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩.৪৯ শতাংশ। এপ্রিলের গোড়ায় যা ছিল ৩১.২৮ শতাংশ। মন্ত্রকের দাবি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। জুনের মাঝামাঝি ছিল ৫২ শতাংশ, এখন প্রায় ৬৩। তা সত্ত্বেও প্রত্যেক দিন দেশে ৩০ হাজারেরও বেশি সংক্রমিত হওয়া যথেষ্ট খারাপ সঙ্কেত মন্তব্য করেছেন আইএমএ-র চেয়ারপার্সন ভি কে মোঙ্গা। তাঁর যুক্তি , ‘‘সংক্রমণের পিছনে একাধিক কারণ থাকলেও, একটি বিষয় স্পষ্ট যে, গ্রামীণ এলাকাতেও করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এটাই  প্রমাণ করে গোষ্ঠী সংক্রমণের।’’ পাবলিক  হেল্‌থ ফাউন্ডেশন অব ইন্ডিয়া জানিয়েছে, কোভিড-মোকাবিলায় সরকার একই ভাবে কাজ করে গেলে এবং মানুষ স্বাস্থ্যবিধি মানলে আর মাস দুয়েকের মধ্যে শিখরে পৌঁছাবে সংক্রমণের পারদ। তার পর থেকে সেই গ্রাফ নিম্নমুখী হতে থাকবে । আদৌ তা হবে কিনা সেদিকেই নজর গোটা দেশের।

Previous articleপুরুলিয়ার দুই প্রধান-সহ মোট সাত নেতাকে বহিষ্কার করল জেলা বিজেপি
Next articleরাজস্থানে ফোন ট্যাপিং: রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের