ফের তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের

কয়েক মাস আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল রবিবার।

বিহারের কৃষ্ণগঞ্জে ভারত- নেপাল সীমান্তে নেপাল বর্ডার পুলিশের গুলিতে আহত তিন ভারতীয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছেন কৃষ্ণগঞ্জের পুলিশ সুপার।

রবিবার গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিতেন্দ্র কুমার নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিং ও গুলশন কুমার সিং। রবিবার সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এই ঘটনা ঘটে। তিনজনই হেঁটে যাচ্ছিলেন। সেইসময় ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

গত কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। চিনের প্ররোচনায় প্রকাশ্যে ভারত বিরোধী বিদ্বেষ ছড়াচ্ছেন নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আন্তর্জাতিক সীমান্ত নিয়েও দুদেশের কূটনৈতিক বিবাদ তীব্র হয়েছে। এর মধ্যে মাসখানেক আগে নেপালি সীমান্ত পুলিশের গুলিতে এক ভারতীয়ের মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়। বিহারের সীতামারি জেলায় ঘটেছিল সেই ঘটনা। তারপর ফের এদিনের ঘটনায় উত্তাপ আরও বাড়ল।

 

Previous articleপ্রবল ঝড়বৃষ্টির মধ্যে বাজ পড়ে মালদা, বীরভূম ও মুর্শিদাবাদে ৫ জনের মৃত্যু
Next articleমাত্রাতিরিক্ত বিল বিতর্কে অবশেষে পিছু হটলো CESC! বিদ্যুৎমন্ত্রী বলছেন “মানুষের জয়”