রাজ্যে চালু টেলিমেডিসিন প্রকল্প, নম্বর জানালেন আলাপন

ভাইরাস চিকিৎসায় টেলিমেডিসিন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে চিকিৎসার পরামর্শ দিতে চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন। এবং অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়ার জন্য হেল্পলাইন চালু হয়েছে। সোমবার নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই নম্বরগুলি জানিয়ে দেন। নম্বরগুলি হল:

ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর:
১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
০৩৩ ২৩৪১ ২৬০০
টেলিমেডিসিনের নম্বর:
০৩৩ ৩২৫৭ ৬০০১
অ্যাম্বুল্যান্সের নম্বর:
০৩৩ ৪০৯০ ২৯২৯

Previous articleমোহনবাগানের প্রাণপুরুষ প্রয়াত অঞ্জন মিত্রের জন্মবার্ষিকীতে রক্তদান শিবিরে উৎসাহীদের ঢল
Next articleচোপড়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নয়ানজুলিতে উদ্ধার হওয়া মৃত যুবকই মূল অভিযুক্ত ?