কুৎসিত কুসংস্কার, কোভিড সংক্রমণ রুখতে বাচ্চাদের খাওয়ানো হল দেশি মদ!

ওড়িশার মালকানগিরির এক আদিবাসী অধ্যুষিত গ্রামের ঘটনা। কুৎসিত কুসংস্কারের শিকার হল শিশুরাও। এখানকার এক গ্রামে দেখা যায়, মাঠে সার দিয়ে বাচ্চাদের বসিয়ে তাদের দেশি মদ পরিবেশন করা হচ্ছে। গ্রামের মানুষের বিশ্বাস, দেশি মদ পান করলে কেউ আর কোভিডে আক্রান্ত হবে না। সংক্রমণ থেকে বাঁচতে মদই ভরসা। তাই গ্রামের আট থেকে দশ বছরের বাচ্চাদেরও দেওয়া হচ্ছে দেশি মদ। কুসংস্কার আর অশিক্ষার জেরে বিপন্ন শৈশবের এই নিদারুণ চিত্র উঠে এসেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু। খোঁজখবর ও তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

Previous articleকনটেনমেন্ট জোনে সারা মাস লকডাউন: মুখ্যসচিব
Next articleসমাধিতে পদ্মাসনে ৩০০০ বছর বয়সী যোগী