লকডাউনে খোলা পেট্রোল পাম্প, বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সংগঠনের!

ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে । রাজ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । সংক্রমণ রুখতে সপ্তাহে ২ দিন করে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য।

এই ঘোষণা মত চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন থাকবে। পরের সপ্তাহে থাকবে বুধবার। দ্বিতীয় দিনটি সোমবার ঘোষণা করা হবে।
পাশাপাশি জানানো হয়েছে, লকডাউনের মধ্যে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাকি সবই বন্ধ থাকবে। তবে খোলা থাকবে পেট্রোল পাম্প। রাজ্য সরকারের তরফে টুইট করে জানানো হয়েছে যে  ২৩, ২৫ ও ২৯ জুলাই পেট্রোল পাম্প খোলা থাকবে। লকডাউনের মধ্যে যে গাড়িগুলির রাস্তায় চলাচল করার অনুমতি রয়েছে তাদের জন্য পেট্রোল পাম্প খোলা থাকবে।

এদিকে, এবার থেকে প্রতি সোমবার আবার পেট্রোল পাম্প বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাসমালিক সংগঠনগুলি। তারা স্পষ্ট জানিয়েছে, তেল থাকলে বাস চলবে ,না হলে বাস চলবে না।

 

Previous articleআরও চাপে চিন! ৭২ ঘণ্টার মধ্যে দূতাবাস বন্ধ করার নির্দেশ আমেরিকার
Next article৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকা! সুনামির সতর্কতা জারি