কৃষি-শিল্প থাকলে কর্মসংস্থান হবে: নবান্নে নয়া ভবনের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

কৃষি ও শিল্প একই মায়ের দুই মেয়ে। কৃষি-শিল্প একসঙ্গে থাকলে কর্মসংস্থান হবে। নবান্নের নতুন ভবন ‘উপান্ন’ -এর উদ্বোধন করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাংলায় ৪০% বেকারত্ব কমেছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সমস্ত ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ হয়েছে। সরকার তিন ধরনের পরিকল্পনা – প্ল্যান এ-বি-সি নিয়ে এগোয় বলে জানান মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে তিনি এদিন ফের জানান, ভাইরাসকে ভয় পাবেন না। কোভিড হলে কেউ চিন্তা করবেন না। নবান্নের মতো ‘উপান্ন’ -কেও সুসজ্জিত করে তোলার জন্য মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিক ও পুলিশের প্রশংসা করেন।

Previous articleশহিদ দিবসের সভায় যোগ দেওয়া জাঙ্গিপাড়ার বিধায়ক করোনা পজিটিভ, আতঙ্কে বহু নেতাকর্মী
Next articleমৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ও চাকরি দেবে যোগী প্রশাসন