করোনায় আক্রান্ত মেসির প্রিয় সতীর্থ! আপনিও চেনেন, কে জানেন?

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। ইনস্টাগ্রামে বার্সার প্রাক্তন তারকা মিডফিল্ডার নিজেই সে কথা জানিয়েছেন। জাভি জানান, তাঁর শেষ টেস্টে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে জাভি কাতারের ক্লাব আল শাদের কোচ। স্থানীয় লিগে আজ, শনিবার তাঁর দল নিয়ে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এই খারাপ সংবাদ। চলতি মরশুমে লিওনেল মেসির এই প্রিয় সতীর্থর বার্সায় কোচ হওয়ার জল্পনা চলছিল।

তাঁর করোনা আক্রান্ত হওয়া নিয়ে ৪০ বছর বয়সী জাভি ইনস্টাগ্রামে জানিয়েছেন, “অফিশিয়াল ভাবে লিগের ম্যাচে আজ আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় চিফ টেকনিক্যাল স্টাফ হিসেবে ডাগ আউটে থাকবেন ডেভিড প্রাটস। আল শাদের নিয়ম মেনে সর্বশেষ কোভিড পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।” যদিও স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি জানান, শারীরিকভাবে এখন তিনি ভালো আছেন।

Previous articleকোভিড টেস্টের রিপোর্ট হাতে পেলেন সৌরভ, কী জানা গেলো?
Next articleমাস্ক না পরার প্রতিবাদ করে মাথা ফাটল বৃদ্ধের