ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৪ লক্ষ

ভারতের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কমার কোনও চিহ্ন নেই।
এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৯ হাজার ৯৩১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭০৮ জন করোনা রোগীর। ফলে দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। আর মারণ ভাইরাসের বলি হয়েছে ৩২ হাজার ৭৭১ জন রোগী। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন সক্রিয় রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয় করে
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন।

Previous articleআজ ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল ফাইটার
Next articleচার আমলার জবাবে মিল নেই, মেট্রো ডেয়ারি বিক্রি নিয়ে অস্বস্তিতে রাজ্য